আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দেওয়াল ধসে শিশুর মৃত্যু

সাভার, পিবিএ: সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দেওয়াল ধসে তাসিম হোসেন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়ছে । এঘটনায় আহত হয়েছে ওই বাসায় বসবাসকারী আরো পাঁচ জন ব্যক্তি ।

বুধবার (০৩ জুলাই) সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার দোকাটি মহল্লার হাজী আকবর আলীর মালিকানাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে । নিহত তাসিম আশুলিয়া দোকাটি এলাকার নাজমুল হোসেনের ছেলে ।অপর দিকে আহতরা হলেন একই বাসার ভাড়াটিয়া, আবুল কালাম,দিপু মিয়া, মৌসুমী আক্তার ও শিশু শিক্ষার্থী মিমসহ পাঁচ জন ।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরেই কাঠগড়ার দোকাটি মহল্লার আকবর আলীর মালিকাধীন বাড়িতে গ্যাস সংযোগে লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিলো । এঘটনায় বাড়ির ভাড়াটিয়ারা একাধিকবার গ্যাস বের হওয়ার বিষয়টি মালিক কে জানান। এরপর বাড়ির মালিক কোনো প্রতিকার না করলে ওই অবস্থায়ই চলতে থাকে । হঠাৎ বুধবার সকালে গ্যাস বিস্ফোরণ হলে এক তলা ভবনের দুই পাশের দেওয়াল ধসে পড়ে । এতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় তাসিম নামে এক শিশু । এসময় দেওয়ালের চাপায় আহত হয় আরো পাঁচ ভাড়াটিয়া । আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা । পরে খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।এ ঘটনায় মালিক পক্ষের কোনো গাফলতি রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি ।

আরও পড়ুন...