নারায়ণগঞ্জ, পিবিএ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দা গ্রামে থেকে নিহত স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দা গ্রামের মুদি ব্যবসায়ী বাচ্চু মিয়ার সাথে তার স্ত্রী মুকতাজের সাথে মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জরে ধরে মঙ্গলবার রাতে বাচ্চু মিয়া তার স্ত্রী মুকতাজাকে ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর বাচ্চু মিয়া নিজের ঘরের আঁড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পিবিএ/বাখ