পিবিএ স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। ভারতের ৩১৪ রানের জবাবে দুই ওভার বাকি থাকতেই ২৮৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।
ম্যাচ শেষ হারের কারণ হিসেবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, টপ অর্ডারে একমাত্র সাকিব আল হাসান ছাড়া কেউই দায়িত্ব নিতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। টপ অর্ডারের সবাই রান পেয়েছেন। কিন্তু বড় কোনো জুটি হয়নি। বড় জুটি হলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হতো।
মাশরাফি বলেন, ‘আমাদের চেষ্টাটা ভালো ছিল। তবে জয়ের বিকল্প কিছুই ছিল না আমাদের সামনে। ফিল্ডিংয়ের সময় আমরা রোহিত শর্মার ক্যাচটা মিস না করলে হয়তো কম রানে ভারতকে আটকে দেওয়া যেত।
তিনি বলেন, ‘সাকিব আল হাসান শুরু থেকেই দুর্দান্ত ফর্মে। মুশফিকও ভালো ব্যাটিং করছে। মোস্তাফিজের আজকের বোলিংও অসাধারণ ছিল।’
এই হারে ৮ ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ সাত নম্বরেই থাকল। এখন সেমিফাইনালে যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালের লড়াইয়ে থাকল কেবল পাকিস্তান। অপরদিকে আট ম্যাচ থেকে ১৩ অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বিরাট কোহলির দল। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান জিতলে এবং নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড হারলে স্বাগতিকদের বিদায় হয়ে যাবে।
পিবিএ/বাখ