আজ মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড

পিবিএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে স্বাগতিক ইংল্যান্ডের অবস্থান চারে। কিন্তু তারপরও তারা শেষ চার নিয়ে শঙ্কায়! সেমিতে উৎরাতে হলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই ইংল্যান্ডের। অর্থাৎ ১০ এর সঙ্গে আরো দুই পয়েন্ট যোগ করে ১২ এর অঙ্কে পৌঁছাতে পারলেই কেবল বিপদ সীমা অতিক্রম হবে স্বাগতিকদের। তাই আজকের ম্যাচে যে কোন মূল্যে জয় তুলতে চাইবে মরগানরা।

পয়েন্ট টেবিলে একটু ঢুঁ মারলেই স্পষ্ট হবে যে, ইতোমধ্যে ৮ ম্যাচ খেলে ১১ পয়েন্ট তোলা নিউজিল্যান্ডেরও ম্যাচটি বাঁচা মরার। আজ যদি তারা হেরে বসে তবে পয়েন্ট থেকে যাবে আগে অবস্থানে। সে ক্ষেত্রে একটি সুযোগ তৈরি হবে পাকিস্তানের জন্য। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান যদি বড় ব্যবধানে জয় তুলতে পারে তবে তারাও পৌঁছে যেতে পারে সেমিতে। অর্থাৎ আজকের ম্যাচ দিয়ে নির্ধারণ হয়ে যাবে সেমির পথ কাদের ক্লিয়ার।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে কিছুটা চিন্তায় এবং চাপে থাকতে হবে ইংল্যান্ডকে। কারণ বিশ্বকাপ ইতিহাসের ২৭ বছরে এখন পর্যন্ত কিউদের বিপক্ষে জয় তুলতে পারেনি ইংল্যান্ড। তবে সম্প্রতি পারফর্ম বিচারে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে মিস্টার মরগান। নিজেদের বর্তমান শক্তি গতি দিয়ে আজ কাত করতে চাইবেন তিনি। কাজে লাগাবেন মার্ক উড, স্টোকস ও আর্চারের মতো গতির রাজাদের।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, জনি বেয়ারেস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, লিয়াম প্ল্যাংকেট ও আদিল রশিদ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...