পিবিএ ডেস্ক: নারী নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা। গত মাসে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন পরবর্তীতে কোনো নারী দালাই লামা হতে হলে তাকে হতে হবে ‘আকর্ষণীয়’। তিনি কৌতুক করে ওই মন্তব্য করেছিলেন। এতে আরো বলা হয়, তিনি যা বলেছেন, তাতে মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। এ জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ওই সাক্ষাতকারে দালাই লামা বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তার তিব্বতে ফেরার স্বপ্ন ও শরণার্থী বিষয়ক ইস্যু। এরই এক পর্যায়ে যদি পরবর্তীতে কোনো নারী দালাই লামা আসেন তাহলে তিনি কেমন হবেন- এ নিয়ে তিনি মন্তব্য করেন। হাসতে হাসতে দালাই লামা বলে, যদি কোনো নারী দালাই লামা হন, তাহলে তাকে হতে হবে অনেক আকর্ষণীয়। তার এমন মন্তব্যে ভ্রু কুঁচকে তাকিয়েছেন অনেকে।
পিবিএ /আইকে