পিবিএ,মাগুরা: মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামে বুধবার সকালে আল আমিন (১৫) নামে এক কিশোর ব্যাটারি চালিত ইজিবাইক চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সদর মঘি ইউনিয়নে মহিষাঙ্গা গ্রামের মৃতহাসান মোল্যার ছেলে। এ সময় ওই কিশোরের ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকালে ওই গ্রামের রাস্তার পাশের একটি পাটক্ষেতে ওই কিশোরের গলাকাটা মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মাগুরা সদর থানায় নিয়ে যায়। ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করার জন্যই এ হত্যাকান্ড বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
নিহতে মামা হজরত আলী জানান, ২ মাস আগে আল আমিনের নানা এনজিও থেকে লোন নিয়ে তাকে একটি ব্যাটারী চালিত ইজিবাইক কিনে দেন। মঙ্গলবার বিকেলে রিজার্ভ ভাড়া নিয়ে সে বাইরে যায়। সন্ধ্যার পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পর বুধবার সকালে কুকিলা গ্রামে একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তারা এ ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত বিচার দাবি করেন।
পিবিএ/এমআর/হক