কংগ্রেসের সভাপতি পদ ছাড়লেন রাহুল গান্ধী

পিবিএ ডেস্ক: অবশেষে কংগ্রেসের সভাপতি পদ ছাড়লেন রাহুল গান্ধী। বুধবার তার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
দেশটির সংবাদমাধ্যমকে রাহুল জানান, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এ পদে আর ফিরবেন না।

তিনি বলেন, আমি আমার পদত্যাগপত্র এরই মধ্যে জমা দিয়েছি। আশা করছি শিগগির এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই নতুন সভাপতি বেছে নেবে কংগ্রেস। আমি এই প্রক্রিয়াতেও নেই।

এদিকে এক সপ্তাহের মধ্যেই নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এই নিয়ে তৃতীয়বার কংগ্রেস দলের দায়িত্ব নেহরু-গান্ধী পরিবারের বাইরে কারোর হাতে যাবে।

তবে তিনি এও বলেন, নীতি-নির্ধারণী পর্যায়ে না থাকলেও দলীয় কর্মকাণ্ড ঠিকই চালিয়ে যাবেন।

এদিকে দলীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রধান কে হবেন- তা এক সপ্তাহের মধ্যেই ঠিক করতে হবে।

পিবিএ / ইকে

আরও পড়ুন...