পিবিএ, মৌলভীবাজার: মৗলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও গ্রাম সংলগ্ন ভেরাছড়ার বাধ ভেঙ্গে ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ীর ক্ষতি হয়েছে। বাঁধটি দ্রুত মেরামতের উদ্যোগ নিলে অচিরেই অনেক বাড়ী-ঘর তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।
সরেজমিনে দেখা যায় ভেরাছড়া বাঁধ ভেঙ্গে হাওরের কিছু জমিতে বন্যার পানির সাথে বালু গিয়ে ভরাট হয়ে গেছে, যা চাষের জন্য অনুপযোগী।
স্থানীয় কয়েকজন কৃষক বলেন, যদি বাধটি দ্রুত সংস্কার করা না হয়, তাহলে কয়েকদিন লাগাতার বৃষ্টি হলেই ভাঙ্গা বাধ দিয়ে হাওরে পানি ঢুকবে, যা ফসলি জমির ক্ষতির পাশাপাশি হাওরে বালুর স্তর সৃষ্টি হবে যা হাওরের জন্য মারাত্মক হুমকি।
ভেরাছড়ার এই বাধটি বাদেউভাহাটা, নারায়নপুর,রামপাশা গ্রামের যাতায়াতের অন্যতম মাধ্যম। বনগাঁও আহম্মদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীর যাতায়াতের প্রধান সড়ক ভেরাছড়া বাধটি। স্থানীয় গ্রামবাসীরা জানান, ভেরাছড়া বাধটি যদি দ্রুত সংস্কার করা না হয়, তাহলে বাদেউভাহাটা,নারায়নপুর হাওরের প্রায় ৩ হাজার একর চাষযোগ্য কৃষিজমি পানির নিচে তলিয়ে যাবে এবং কয়েক শ ছাত্র,ছাত্রীর স্কুলে যেতে পারবে না।
কমলগঞ্জ সদর ইউনিয়নের ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য আবুল কালাম বলেন বাঁধ ভাঙ্গা সম্পর্কে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ভাঙ্গা বাঁধের ছবি সহ বিষয়টি অবহিত করি, কিন্তু তিনি (চেয়ারম্যান) বাঁধটি সংস্কারের জন্য এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেননি।
এ বিষয়ে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
পিবিএ/আহাদ মিয়া/এএইচ