বাচ্চার মাথা ন্যাড়া করে দিলে কি চুল ঘন হয়

পিবিএ ডেস্ক: জন্মের পরপরই শিশুর মাথা কামিয়ে দেন বাবা-মায়েরা। তাদের বিশ্বাস, এতে শিশুর আরও ভালো চুল গজাবে। দক্ষিণ এশিয়ায় এই প্রথা দেখা যায় বেশি। এই প্রথা আসলে কতটুকু বিজ্ঞানসম্মত সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া।

জন্মের পরপরই আনুষ্ঠানিকভাবে শিশুর চুল কামানো হয়। হিন্দু শাস্ত্রমতে অনেকেই আবার ১৮ মাসে জন্মের চুল কামিয়ে দিয়ে থাকে। মুসলিম সমাজেও বিশ্বাস, এর ফলে যে চুল গজাবে, তা ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল হবে। কিন্তু সত্যিই শিশুর মাথা কামিয়ে দেওয়ার সঙ্গে ভালো চুল গজানোর সম্পর্ক রয়েছে? এ নিয়ে বিজ্ঞান জানাচ্ছে ভিন্নমত।

জন্মের সময় শিশুর মাথায় যে চুল থাকে, তা সাধারণত পাতলা ও নরম হয় এমনটাই জানাচ্ছে বিজ্ঞান। আর এই চুল এমনিতেও একটা সময়ের পর ঝরে গিয়ে নতুন চুল গজায়। ঠিক যেমন দুধদাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজায়। বিজ্ঞান বলছে, চুল ঘন হবে না পাতলা, তা নির্ভর করে জিনের ওপর। তাই ভালো চুলের আশায় বাচ্চাকে বারবার ন্যাড়া করানোয় কোনো যৌক্তিকতা নেই।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...