মৃতদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা

পিবিএ,গাজীপুর: গাজিপুর জেলার শ্রীপুরের নয়নপুর এলাকায় স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা রেখে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে দুটি লাশ অবিকৃত থাকায় তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, অগ্নিকাণ্ডে নিহত ছয় জনের মধ্যে আনোয়ার ও রাসেলের মরদেহ অবিকৃত অবস্থায় থাকায় তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে শাহজালাল, সেলিম কবির, সুজন সরদার ও মো. আবু রায়হানের মরদেহ পুড়ে যাওয়ায় পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। যদিও স্বজনরা বিভিন্নভাবে তাদের মরদেহ চিহ্নিত করেছেন। এ কারণে নিহতদের শনাক্ত করতে ইতোমধ্যে মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএ’র নমুনা রেখে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে অগ্নিকাণ্ডে নিহত আনোয়ার হোসাইনের দাফন তার নিজ এলাকায় সম্পন্ন হয়েছে।এর আগে গত মঙ্গলবার দুপুরে অটো স্পিনিং কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় ১২ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক নিরাপত্তা রক্ষীসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি গঠিত ওই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন...