পিবিএ ডেস্কঃ আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ মসজিদ থেকে খাদেমের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (০৩ জুলাই) রাতে তার লাশ উদ্ধার করা হয়।
মসজিদের ইমাম জানান, খাদেমদের কক্ষ থেকে গন্ধ বের হলে লালবাগ থানা পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ খাদেমসহ ৪জনকে আটক করা হয়েছে।
নিহত আবু হানিফ, দুই মাস আগে মসজিদটিতে খাদেম হিসেবে যোগ দেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি মসজিদ কমিটি।
পুলিশের ধারণা, ব্যক্তিগত জের ধরেই এই হত্যাকাণ্ড হতে পারে।
পিবিএ/এমএস