রিংয়ে নারী বক্সারের রহস্যজনক মৃত্যু

পিবিএ ডেস্ক: রিংয়ে অনুশীলন করার সময় রহস্যজনকভাবে মারা গেলেন ভারতের জাতীয় পর্যায়ের বক্সার জ্যোতি প্রধান (২২)। জানা গেছে, বুধবার বিকেলে ভবানীপুর ক্লাবে অনুশীলন করছিলেন যোগেশচন্দ্র কলেজের ছাত্রী, বাংলার বক্সার জ্যোতি প্রধান। অসুস্থ অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই রাস্তাতে তার মৃত্যু হয়। ভবানীপুরের যে বক্সিং ক্লাবে জ্যোতি অনুশীলন করতেন, তার সভাপতি রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

সতীর্থরা জানান, এদিন বিকেলে পাঞ্চিং ব্যাগ নিয়ে অনুশীলন করছিলেন জ্যোতি। অসুস্থ বোধ করায়, বুকে হাত দিয়ে বসে পড়েন। তারা চোখেমুখে পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায়, জ্যোতিকে অচৈতন্য অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডাক্তাররা অবশ্য জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে এ বক্সারের। তবে, ঠিক কী কারণে মৃত্যু, ময়নাতদন্তের আগে তা নিশ্চিত করে বলা যাবে না।

সূত্র : এই সময়

পিবিএ/বাখ

আরও পড়ুন...