পিবিএ, রাজশাহী: সম্প্রতি রাজশাহীর চারঘাট উপজেলার সারদা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা প্রাচীর নির্মাণে বাধা ও অনিয়মের অভিযোগ উঠেছে। অপরিকল্পতি ব্যবস্থাপনায় চলছে চিকিৎসা সেবা প্রদান। নিম্ন মানের উপকরণ দিয়ে তৈরী হয়েছে উপ-স্বাস্থ্যের ৩ পাশের দেয়াল। চিকিৎসা সোব নিতে আসা ও স্থানীয়রা গনমাধ্যমকে মৌখিক অভিযোগ করেছেন।
সরকারি সারদা উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন যাবৎ নিরাপত্তা প্রাচীর না থাকায় অরক্ষিত ছিল । বর্তমান ওই প্রতিষ্ঠানের পরিত্যাক্ত ভবনে মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল। সন্ধা থেকে গভির রাত পর্যন্ত বিভিন্ন এলাকর মাদক সেবিদের ভীড় জমে পরিত্যাক্ত ভবনে। এই কেন্দ্রের সরকারী উপকরণ এবং মেডিকেল ষ্টাফরা নিরাপত্তাহীনতায় রয়েছে। উপ-স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা দেয়াল ৪ পাশে নির্মান করা হচ্ছে না। যথাযথ নিরাপত্তা হবে না ৩ পাশের দেয়াল নির্মানে। বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকের সংখ্যা কম থাকায় চিকিৎসা সেবার কিছুটা কমতি আছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃ পঃ কর্মকর্তা হাবিবুর রহমান।
এলাকাবাসীর দাবি খুব শীঘ্রই পরিত্যাক্ত ভবন গুলো ধ্বংস করে ৪পাশের সীমানা প্রাচীর নির্মাণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। অপরিকল্পতি ব্যবস্থাপনায় চলছে চিকিৎসা সেবা, যা যথাযথ নয়। নার্স দিয়ে চলছে উপ-স্বাস্থ্য কেন্দ্রর চিকিৎসা সেবা। সুষ্ঠুভাবে ঔষধের বিতরণ, ভুল প্রেসক্রিপশনসহ নানা অনিয়ম রয়েছে এই সরকারী প্রতিষ্ঠানের। সম্প্রতি ঠিকাদাররা নিম্নমানের উপকরণ দিয়ে প্রাচির নির্মানে তাদের অভিযোগ রয়েছে। উপ-স্বাস্থ্য কেন্দ্রের তিন দিকের সীমানা প্রাচীর নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। নিম্নমানের রড, সিমেন্ট ও ইটের খোয়া দিয়ে ৪৫ টি পিলারের সমন্বয়ে ৩ দিকের প্রাচীর নির্মাণ কাজ প্রায় শেষ। সংশ্লিষ্টদের একাধিকবার বলার পরেও কেউ কর্ন্যপাত করেনি।
ট্রেন্ডারের কাজের সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ সম্পূর্ন করা হয়েছে বলে জানান, ঠিকাদার তছলিম উদ্দীন। রাজশাহী জেলা এলজিইডি প্রকৌশলী হান্নান পিবিএকে বলেন, ট্রেন্ডারের মাধ্যমে সম্প্রতি ১০ লক্ষ টাকা ব্যায়ে ৩দিকের সীমানা প্রাচীর নির্মান কাজ প্রায় শেষ হয়েছে। আগামীতে আরো একটি ট্রেন্ডার আহবান করে অবশিষ্ট নিরাপত্তা দেয়াল নির্মানের ব্যবস্থা করা হবে। ওই দেয়ালের কাজ পরিদর্শন ও তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
পিবিএ/রবি/হক