পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর গ্রামের বিভিন্ন স্থানে পিডিবি’র ঝুঁকিপূর্ণ তার ও পিলারের কারণে দূর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
সরেজমিন গিয়ে জানা যায়, আমানতপুর গ্রামের অলি মাস্টারের বাড়ির সামনে একাধিক পিলার ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। পিলারের মাধ্য লাগানো তারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। অনেক তার নিচের দিকে ঝুলে যাওয়ায় মানুষের মাথায় লাগার আশঙ্কা রয়েছে। এখানেই রয়েছে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। মাথার উপর তার থাকায় অনেকে আতঙ্কের মধ্যে থাকেন।
আমানতপুর গ্রামের অলি মাস্টারের বাড়ির বাসিন্ধা পিডিবি’র গ্রাহক শহিদ জানান, আমার বাড়ির সামনে একটি পিলার রয়েছে। তারের লোডের কারণে পিলারটি অনেক আগেই বাঁকা হয়ে গেছে। যে কোন সময় পিলারটি উপড়ে বা ভেঙ্গে পড়তে পারে। বিষয়টি পিডিবি কর্তৃপক্ষকে বার বার জানালোও কোন ফল হয়নি। বর্তমানে ঝড় ও বৃষ্টির সময় আমরা আতঙ্কে থাকি কখন জানি কি হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোহাব্বতপুর গ্রামের নাজিম উদ্দিন পিবিএকে জানান, একটি সরকারী হাসপাতালের উপর ঝুঁকিপূর্ণ ভাবে তার ঝুলে থাকলে কর্তৃপক্ষ চোখে দেখে না। দীর্ঘ দেড় থেকে ২ বছর তারগুলো এভাবে পড়ে থাকে কি ভাবে সেটাই বুঝে আসেনা।
আমানতপুর এলাকার সরকারী চাকরীজিবি হোসেন আহম্মদ জানান, সারা দিন অফিসে ডিউটি করার পর সন্ধায় বাসায় আসি। বাসায় আসার পরেই দেখি বিদ্যুৎ আছে কিন্তুু ভোল্টেজ নেই। প্রায় সময় এই এলাকায় বিদ্যুতের ভোল্টেজ থাকেনা। লো ভোল্টেজের কারণে অতিষ্ঠ এলাকাবাসাী।
এ ব্যাপারে চৌমুহনী বিদ্যুৎ বিতরন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে মোবাইলে একাধিক বার কল করেও পাওয়া যায়নি।
পিবিএ/ইমন/হক