কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ১

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক ট্রলি চালক নিহত হয়েছে। নিহত ট্রলি চালক আব্দুস ছালাম উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে।


প্রত্যক্ষদর্শিও পিবিএকো জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জয়মনির হাট থেকে ইট বোঝাই একটি ট্র্রলি ভূরুঙ্গামারী যাওয়ার পথে কুড়িগ্রাম – ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কের দেওয়ানীর খামার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেল এবং অপর একটি ট্রলির সাথে ত্রিমূখী সংঘর্ষ ঘটে। এসময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই চালক আব্দুস ছালাম নিহত হয় এবং মটর সাইকেল চালক নবিবর আলী গুরুতর আহত হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির দূর্ঘটনার বিষয়টি জানেন না বলে পিবিএকে জানান।

পিবিএ/বাবু/হক

আরও পড়ুন...