প্রবাসীরা স্ত্রী-সন্তানকে স্মার্ট ফোন দিবেন না: রাসেল মিয়া

পিবিএ ,ঢাকা: জনপ্রিয় ইউটিউবার অভিনেতা রাসেল মিয়া পিবিএ’কে একান্ত সাক্ষাৎকারে বলেছেন , প্রবাসীদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আমি পেয়েছি। প্রবাসীদের ভালোবাসার কারণেই আজ আমার এত জনপ্রিয়তা। প্রবাসীদের কষ্টের জীবন, অনুভূতির কথা বলতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে। মা গ্রামে থাকার কারণে তাকে দেখা হয় না। মা কাছে থাকলে অনেক কষ্টকেও কষ্ট মনে হয় না। তাই আমার অনেক কষ্ট হয় । আর যারা পরিবার পরিজন ছাড়া হাজার কিলোমিটার দূরে থাকে তাদের কষ্ট আরো অনেক বেশি। আমি প্রবাসীদের নিয়ে অনেক কাজ করেছি, অভিনয়ের মাধ্যমে তাদের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করেছি।

রাসেল মিয়া প্রবাসীদের জীবনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন পিবিএ’র সাথে। তিনি বলেন, প্রবাসীরা বিদেশে গিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকেন স্ত্রী সন্তানদের নিয়ে। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের কুফল নিয়ে তারা সারাক্ষন ভয়ে থাকেন। ফোনে কি স্ত্রী পরক্রিয়া করছে নাকি সন্তানেরা খারাপ কিছু দেখছে ইন্টারনেটে। আবার অনেক প্রবাসী ভাইয়ের স্ত্রী পরক্রিয়া করে চলে যাওয়া কথা বলেন। সন্তানেরা অবাধ্য হয়ে পরেছে বাবা মা’র কথা শোনে না ।

আসলেই এগুলো দুঃখের বিষয়। আমার মনে হয় একটু সচেতন হলে এগুলো এড়ানো যায়। তাই আমি প্রবাসী ভাইদের অনুরোধ করে বলব, আপনি প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী ও সন্তানকে স্মার্ট ফোন দিবেন না । স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহারের কারনে স্ত্রী পরক্রিয়াতে লিপ্ত হতে পারে । স্মার্ট ফোনের কারণে স্ত্রী’র সাথে আরেক জনের সম্পর্ক হতে পারে, পরে তার সাথে চলে যেতেও পারে। সন্তানদের হাতে ও যেন স্মার্ট ফোন না দেয়া হয়, এতে সন্তান ও নষ্ট হয়ে যায়। সন্তানেরা বাবা মায়ের অবাধ্য হয়ে পরে। স্মার্ট ফোনে অনৈতিক ভিডিও দেখার কারনে তাদের চিন্তা ভাবনা খারাপ হয়ে যায় এর ফলে দেশে ধর্ষণের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

রাসেল মিয়া আরো বলেন, স্ত্রী ও সন্তানকে ঠিক রাখতে চাইলে তাদের কাছ থেকে স্মার্ট ফোন দূরে রাখুন। স্মার্ট ফোন দিতে হলে আপনার বাবা মার কাছে দিন , স্ত্রী সন্তানদের সাথে ভিডিও কলে কথা বলতে চাইলে বাবা মায়ের ফোনে কল দিয়ে স্ত্রী সন্তানদের সাথে কথা বলুন। এতে করে প্রবাসী ভাইদের সমস্যা কিছুটা সমাধান হতে পারে।

পিবিএ /ইকে/জেডআই

আরও পড়ুন...