দেড় কোটি টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে প্রতারক আটক

পিবিএ,ঢাকা: চাকরি দেয়ার কথা বলে ১২ জনের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার (৪ জুলাই) সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেরিয়ে আসে প্রতারক চক্রের বিভিন্ন কারসাজির ঘটনা।

প্রতারক আলতাফ হোসেন নিজেকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ি বলে পরিচয় দিতেন বিভিন্নস্থানে। এমনকি তার কথা বার্তা ও আচার আচারণে কেউ সন্দেহ করতে পারতেন না যে তিনি একজন প্রতারক। এইচএসসি পাস করা আলতাফ হোসেনের রয়েছে প্রতারক চক্র। বিভিন্ন মানুষকে যুক্তরাষ্ট্রে তার প্রতিষ্ঠানে এমনকি তার বেসামরিক বিমান সংস্থায় চাকরি দেয়ায় কথা বলে ১২ জনের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেয়।

গত ২০ জানুয়ারি কোতায়ালি থানায় শামীম বাশার নামে একজন প্রতারকের বিরুদ্ধে মামলা করলে সিআইডি তদন্ত শুরু করে। গতকাল বুধবার অভিযান চালিয়ে বাড্ডার সাতারকুল থেকে আলতাফ হোসেন এবং তার প্রতারক চক্রের এক সদস্য শরিফুল ইসলামকে আটক করে সিআইডি। আটকের পর বেরিয়ে আসে আলতাফ হোসেনের প্রতারণার কৌশল। ঢাকা মেট্রো দক্ষিণ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গ্রেফতার আলতাফ হোসেন নিজেকে যুক্তরাষ্ট্র প্রবাসী একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার বলে পরিচয় দিতেন।

প্রবাসী রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং রাষ্ট্রদূতের সঙ্গে ভালো সম্পর্কের পরিচয় দিতেন তিনি। চলাফেরা চাকচিক্যময়। নামিদামি পোশাক পরে হোটেলে বসে মিটিং করতেন। যুক্তরাষ্ট্রে নিজস্ব প্রতিষ্ঠানে চাকরির কথা বলে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। ঘোরেন তিনি দামি স্যুট-প্যান্ট পরে , নামিদামি হোটেল-রেস্টুরেন্টে খাবার খান । দু হাতে টাকা উড়াতেন তিনি। কেনাকাটা করতে গেলেই দোকানের কর্মচারীদের বকশিস দেন হাজার হাজার টাকা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...