ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন স্থানে রথযাত্রা ও পূজা অর্চনা আয়োজন করে।

বৃহস্পতিবার দুপুরে শহরের পাচুড়িয়া রাই রসরাজ সেবাশ্রমের পক্ষ থেকে শিশু ও নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তবৃন্দদের সাথে নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা করা হয়।

এর আগে সকাল থেকে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা-অর্চনা শুরু করা হয়। পরে সেখানে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে পাচুড়িয়া প্রথমিক বিদ্যালয় মাঠে মেলা বসে গ্রামীন মেলা। এ মেলায় মাটির খেলনা, মিষ্টির দোকানসহ বিভিন্ন দোকান বসে।

এদিকে, বিকালে জেলা ইসকনের উদ্যোগে মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা বের করা হয়। রথযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। এতে শিশু ও নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ অংশ নেন।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...