লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনায় ইউনুছ প্রকাশ ইনু ডাকাত (৩৬)সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় একটি এয়ারগান বন্ধুক, ২টি বড় রামদা, ১টি কাছি ও লোহা কাটার কেচিসহ ডাকাতির সরঞ্জাম।

বৃহস্পতিবার (৪জুলাই) গভীর রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ গোলাাগুলির ঘটনা ঘটে। পরে দুপুরে এঘটনায় রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার হোসেন সুমন বাদি হয়ে একটি মামলা দায়ের করে। আটককৃত ডাকাতদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। অপর ডাকাত সদস্যরা হলেন, মোঃ কামাল হোসেন (২৯),মোঃ জসিম (২৭), বেলাল হোসেন (২৭) ও হারুনুর রশিদ। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গভীর রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের রামনগর গ্রামের মনির পাটোয়ারী বাড়ির পরিত্যক্ত বাগানে এক দল ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলিবর্ষন করে। তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের ৫ জনকে আটক করে পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন পিবিএকে বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতি ও অস্ত্র আইনে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

পিবিএ/ফরহাদ/হক

আরও পড়ুন...