পিবিএ,আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার দুপুরে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ রোহিঙ্গা যুবককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃতরা হলো উখিয়ার ঠেংখালির ক্যাম্পের হারুন মিয়ার পুত্র মো. কামাল (২৩)ও সাব্বির মোল্লা (২৬)। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. রসুল আহমেদ নিজামী সত্যতা নিশ্চিত কওে পিবিএকে বলেন, ২ রোহিঙ্গা যুবক বাংলাদেশী পাসপোর্ট করে ভিসা নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে। পরে আটককতৃরা নিজেদেরকে রোহিঙ্গা বলে স্বীকার করে।
পিবিএ/এমআই/হক