শেখ হাসিনার ট্রেনে হামলার বিচারে দাশুড়িয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ’র আনন্দ মিছিল

পিবিএ, পাবনা: ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমাবর্ষণ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এমন আদেশে আনন্দ মিছিল করেছে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ডিগ্রী কলেজ শাখার ছাত্র লীগ। আজ বৃহঃপ্রতিবার আয়োজিত মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন দাশুড়িয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ ফাহিম এর সভাপতিত্বে সাধারণত সম্পাদক মনিরুল ইসলাম এর পরিচালনায় আনন্দ মিছিলটি হয়। উক্ত মিছিলে বক্তব্য রাখেন আলমগীর হোসেন-সভাপতি- মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ নেতা শরীফ আহম্মেদ রুমন, দাশুড়িয়া ইউনিয়ন শাখা, মোঃ রুবেল হোসেন, যুবলীগ নেতা, দাশুড়িয়া ইউনিয়ন শাখা স্থানীয় ছাত্রলীগ। এ সময় বক্তারা অতি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

পিবিএ/তুহিন/হক

আরও পড়ুন...