হিলিতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পিবিএ,হিলি: হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিচ ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার নয়ানগর এলাকায় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান,মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রাজু আহম্মেদ উপজেলার নয়ানগর মিলন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা সহ তাকে এবং তার স্ত্রী আক্তারা বানুকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকৃতরা হলেন,দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মিলন মিয়া (৩৫) এবং মিলন মিয়ার স্ত্রী আক্তার বানু (২৫)।

পিবিএ/রানা/হক

 

আরও পড়ুন...