পোল্যান্ডে সোনা জিতলেন হিমা

পিবিএ ডেস্ক: পোল্যান্ডের পোজনানে আয়োজিত আন্তর্জাতিক অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটার ইভেন্টে সোনা জিতলেন ভারতের স্প্রিন্টার হিমা দাস। বেশ কয়েকমাস ধরেই পিঠের চোটে ভুগছিলেন হিমা। ট্র্যাকে ফিরেই স্বমহিমায় ৪০০ মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী অ্যাথলিট।

২০০ মিটার শেষ করতে হিমা সময় নিয়েছেন ২৩.৬৫ সেকেন্ড। তাঁর নিজের ব্যক্তিগত সেরা সময় ২৩.১০ সেকেন্ড। আরেক ভারতীয় ভিকে ভিসমায়া এই রেসে তৃতীয় হয়েছেন ২৩.৭৫ সেকেন্ড সময় করে।

অপরদিকে ন্যাশনাল রেকর্ড জয়ী শটপাটার তেজিন্দ্র পাল সিংহ ব্রোঞ্জ জিতলেন। তিনি ১৯.৬২ মিটার ছুড়ে এই পদক অর্জন করেন। গত বছর এশিয়ান গেমসে ২০.৭৫ মিটার ছুড়ে তিনি সোনা পেয়েছিলেন। ৪০০ মিটারে ন্যাশনাল রেকর্ড জয়ী আরেক ভারতীয় মহম্মদ আনাস পুরুষদের ২০০ মিটারে ২০.৭৫ সেকেন্ড সময় করে তৃতীয় হয়েছেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...