চন্দন সাহা, পিবিএ,লাকসাম: কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার বিকেলে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরই চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় (সাবেক অতুল হাই স্কুল) মাঠে এ পূর্ন্যতীর্থ রথ যাত্রায় ভক্তরা জগন্নাথ দেবের বিগ্রহ রথে চড়িয়ে পূন্য লাভের আশায় রথ রশি দিয়ে টেনে পুরোমাঠ প্রদক্ষিণ করে রথযাত্রা উৎসব পালন করে। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সাড়া মাঠ জুড়ে হাজার-হাজার ভক্তের সমাগম ঘটে বসে মেলা।
এবারের রথযাত্রা উৎসব অনুষ্ঠানে উপ¯িহত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আলম,কাউন্সিলর আফতাব উল্ল্যা চৌধুরী ঝন্টু এবং জগন্নাথ মন্দিরের নবগঠিত কমিটির সভাপতি এ্যাড.রনজিৎ রায় চৌধুরী টিংকু,সেক্রেটারী অরবিন্দু সাহা,পরেশ চন্দ্র সাহা,পার্থ রায় চৌধুরী,অমূল্য বনিক,রনজিৎ সাহা টাবলু,প্রবীর সাহা,পিন্টু সাহা,প্রতুল সাহা,দূর্জয় সাহা,নিমাই সাহা,বিপদ বন্ধু সাহা,শ্যামল বনিক,শম্ভু সাহা,আশিষ সাহা,মৃদুলা রায় চৌধুরী,প্রবীর দাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃ¯হানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।
লাকসাম থানা প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের এবারের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হল।
পিবিএ/সিআর/জেডআই