আল আমীন সুমন, পিবিএ, রংপুর: রংপুরে চকবাজার এলাকার ছায়ানীড় ছাত্রবাস থেকে কৃষ্ণ চন্দ্র (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে পার্কের মোড় চকবাজার এলাকার ছায়ানীড় ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে তাজহাট মেট্রো থানা পুলিশ।
বিষয়টি তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান পিবিএ কে নিশ্চিত করেছেন। আত্মহত্যাকারী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বালাপুকুর এলাকার অনীল চন্দ্রের পুত্র বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, কৃষ্ণ চন্দ্র অনার্স ভর্তি পরীক্ষার্থী ছিল। গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেও কোথাও উত্তীর্ণ হয়নি। এ বছর ও পরীক্ষার্থী ছিল । রংপুরে চকবাজারের ঐ মেসে থেকে ভর্তি প্রস্তুতি ও টিউশনি করাতেন । বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ছাত্রাবাসের পাশে এক বাড়িতে টিউশনি করিয়ে ছাত্রাবাসের অন্য এক কক্ষে দরজা লাগিয়ে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্ত ও পরিবারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পিবিএ/বাখ