সুদানে সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগিতে রাজি বিরোধীরা

পিবিএ ডেস্ক: সুদানে পরবর্তী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত সামরিক বাহিনী ও বিরোধী জোট একে অপরের সঙ্গে ক্ষমতার ভাগাভাগিতে রাজি হয়েছে বলে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন। রাজধানী খার্তুমে দুইদিনের আলোচনা শেষে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারী মোহাম্মদ হাসান লেবাত দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন।

চুক্তির খবর শুনে সুদানের শহরগুলোতে বিক্ষোভকারীদের উল্লাস করতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিন দশক ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাত করার পর অন্তর্বর্তীকালীন শাসনভার নিয়ে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে বিরোধ দেখা দেয়। বশিরবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন ‘ক্ষমতা কুক্ষিগত করে রাখা’ সেনা কাউন্সিলকে বেসামরিকদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানায়। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনী হামলা চালালে হতাহতেরও ঘটনা ঘটে। চলতি সপ্তাহের শুরুতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ও আফ্রিকান ইউনিয়নের সদস্যদের মধ্যস্থতায় খার্তুমে দুই পক্ষ ফের আলোচনায় বসে।

সেখানেই নতুন নির্বাচনের জন্য তিন বছর কিংবা আরেকটু বেশি সময় নেয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে রয়টার্স। এ সময়ে সামরিক বাহিনী ও সম্মিলিত বিরোধী জোট পালা করে সুদানের সর্বোচ্চ ক্ষমতাকাঠামো সার্বভৌম পরিষদের নিয়ন্ত্রণে থাকবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দেশ পরিচালনায় একটি স্বাধীন টেকনোক্রেট সরকারে গঠনেও দুই পক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। “এটা নতুন এক যুগের সূচনা করবে বলে আশা আমাদের,” সমঝোতার পর বলেছেন বিরোধী জোট ফোর্সেস ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জের (এফএফসি) নেতা ওমর আল-দেগাইর।

সমঝোতার কথা স্বীকার করেছেন সুদানের অন্তর্বর্তী সেনা কাউন্সিলের উপ-প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। “বিস্তৃত একটি চুক্তি হয়েছে, যেখানে কাউকেই বাদ দেওয়া হয়নি। আমরা আফ্রিকা ও ইথিওপিয়ার মধ্যস্থতাকারীদের তাদের ধৈর্য্য ও চেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি,” বলেছেন তিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...