টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পিবিএ ডেস্কঃ বিশ্বকাপের ৪৩তম ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। আসরে দুই দলেরই এটি শেষ ম্যাচ। এরই মধ্যে সেমিতে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে দুদলের। তবে নিয়ম রক্ষার এই ম্যাচে নিজেদের সেরা খেলা খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

চোট কাটিয়ে এক ম্যাচ পর একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ। নেটে ব্যাটিংয়ের চোট পাওয়া মুশফিকুর রহিম খেলছেন শঙ্কা কাটিয়ে।

টসের সময় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, মাহমুদউল্লাহ ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন সাব্বির রহমান। পেসার রুবেল হোসেনের জায়গায় ফেরানো হয়েছে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...