গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

প্রতীকি ছবি

পিবিএ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত সিরাজুল স্থানীয় আরএকে সিরামিক কারখানার শ্রমিক ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজারে শিশুতোষ কিন্ডারগার্টেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, কারখানা ছুটি শেষে বাইসাইকেলযোগে বাসায় যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার সিরাজুলকে ধাক্কা দেয়। এ সময় তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে যান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহত সিরাজুল জৈনাবাজার এলাকার আব্দুস ছাত্তার বেপারির বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আরএকে সিরামিকস কারখানায় শ্রমিকের কাজ করতেন। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে বলে জানান ওসি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...