পিবিএ ডেস্কঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ মহাসড়কে যানবাহন হতে চাঁদা তুলতে গিয়ে ট্রাক চাপায় ওয়াসিম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। ৪ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
ওয়াসিম পৌর শহরের প্রগতি পাড়ার এনতাজ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ পৌর শহরের সোনালী ব্যাংক সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে রাত আনুমানিক ১টার দিকে লাঠি হাতে কয়েকজন যুবক পৌরসভার নামে চাঁদা উত্তোলন করছিল। এসময় একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেয় চাঁদা আদায়কারীরা। এরপর চাঁদা আদায়কারীরা ট্রাক চালকের নিকট ৭০ টাকা চাঁদা দাবী করে। চালক ৫০ টাকা দেন। তারা ৫০ টাকা গ্রহণ না করায় চালক দ্রুত গতিতে ট্রাক নিয়ে চলে যান। এতে ওই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওয়াসিম নামের ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন।
পিবিএ/এমএস