বান্দরবানে সকল উপজেলায় কৃষি সরঞ্জাম বিতরণ

পিবিএ, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক কৃষি খাদ্য নিরাপত্তা প্রকল্প ২য় পর্যায়ের অন্তর্ভুক্ত বান্দরবান জেলার সকল উপজেলা পাড়াবাসিদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।


শুক্রবার ৫ জুলাই বেলা ১১ ঘটিকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে ইউএনডিপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক কৃষি খাদ্য নিরাপত্তা প্রকল্প ২য় পর্যায়ের অন্তর্ভুক্ত, বান্দরবান জেলার সকল উপজেলায় পাড়াবাসিদের মাঝে কৃষি সরঞ্জাম(পাওয়ার টিলার ও পাম্প মেশিন) এবং জেলার প্রতিটি ইউনিয়নে নারীদের আর্থ সামাজিক অবস্হার উন্নয়নে বিভিন্ন ফলজ চারা,গরু,কফি চারা,কৃষি যন্ত্রপাতি,বাদ্য-যন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরন ও মৎস্য পোনা অবমুক্তকরন অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি(মাননীয় মন্ত্রী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়),বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জনাব মোহাম্মদ দাউদুল ইসলাম(জেলা প্রশাসক,বান্দরবান),জনাব মোঃ কামরুজ্জামান(পুলিশ সুপার প্রশাসন,বান্দরবান),জনাব মোহাম্মদ ইসলাম বেবী(মেয়র,বান্দরবান)।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ক্য শৈ হ্লা(চেয়ারম্যান,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ)।এছাড়াও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ইউএনডিপি’র কর্মকর্তা-কর্মচারী,জেলার বিভিন্ন প্রতিনিধি গণ ও সুবিধাভোগীরা সহ মোট ৩০০-৩৫০ জন উপস্হিত ছিলেন।

পিবিএ/ নয়ন /হক

আরও পড়ুন...