শিশু হত্যা ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

পিবিএ,লক্ষ্মীপুর: সারাদেশে শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে জেলা পরিষদের সামনে এ কর্মসূচি’র আয়োজন করেন খেলাঘর আসর লক্ষ্মীপুর শাখা। এছাড়া একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় কর্মসূচিটি পালন করে সংগঠনটি।


মানববন্ধনে উপস্থিত ছিলেন, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ রহিম, জেলা কমিটির সদস্য রাফিয়া রেশমা, মাছুম জুলকারনাইন, রিয়াদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির, জাকির হোসেন, রুবিনা আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, সারাদেশে বেড়েই চলছে শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতন। এর জন্য দায়ী মাদক ও অপসংস্কৃতির সয়লাভ, মানবতা বিহীন শিক্ষা এবং রাষ্ট্রীয় অব্যবস্থাপন। শিশুদের আগামীর পথ উজ্জ্বল ও সুগম করতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি এসব অন্যায় কর্মকা-ের দ্রুত বিচার দাবি করেন তারা।

পিবিএ/ফরহাদ/হক

আরও পড়ুন...