নাটোর কারাগারের কয়েদীর মৃত্যু

পিবিএ,নাটোর: নাটোর কারাগারের মাদক মামলার কয়েদী আব্দুল খালেক চিকিৎসাধীন অবস্থায় নাটোরে সদর হাসপাতালে মারা গেছেন। শুক্রবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। আব্দুল খালেক গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের মৃত ছয়মুদ্দিনের ছেলে।

নাটোরের জেল সুপার আব্দুল বারেক জানায়, মাদক মামলার দুই বছরের সাজা প্রাপ্ত কয়েদেী আব্দুল খালেক গত ৩০ জুন আদালতের মাধ্যমে কারাগারে আসে। এরপর থেকেই সে অসুস্থ ছিল। পরে তাকে কারাগারের অভ্যান্তরিন চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা চলাকালীন সময়ে আব্দুল খালেক আরো বেশী অসুস্থ্য হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহটি ময়না দন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিবিএ/রাশেদুল/হক

আরও পড়ুন...