ভারতে শীঘ্রই ২০ টাকার কয়েন আসছে

পিবিএ ডেস্ক: দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী তাঁর প্রথম বাজেটে ঘোষণা করলেন শীঘ্রই বাজারে আসছে এক, দুই, পাঁচ, দশ ও কুড়ি টাকার নতুন কয়েন। এর মধ্যে কুড়ি টাকা ছাড়া বাকি সব কয়েনগুলিই বাজারে রয়েছে। পুরনো কয়েনগুলি নতুন নকশায় আসছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ মার্চ নতুন কয়েনগুলির নকশা প্রকাশ করেন। কিন্তু সেগুলি এখনও বাজারে আসেনি। এবার অর্থমন্ত্রী সংসদে সেটাই ঘোষণা করলেন, দ্রুত বাজারে আসছে নতুন কয়েনগুলি।

কয়েনগুলি যাতে সহজে একটিকে অন্যটির থেকে আলাদা করে চেনা যায়,সে কথা ভেবেই নকশা করা হয়েছে। কুড়ি টাকার কয়েনটি ১২ কোণযুক্ত হবে। এটি তৈরি করতে তামা, দস্তা, নিকেল ব্যবহার করা হয়েছে। সব নতুন কয়েনেই অশোক স্তম্ভ ও ‘সত্যমেব জয়তে’ছাপা থাকবে। দু’পাশে লেখা থাকবে ‘ভারত’ ও ‘ইন্ডিয়া’।

দশ টাকার কয়েন প্রকাশের পর প্রায় দশ বছর পর বাজারে কোনও নতুন কয়েন আসছে। ইতিমধ্যেই বাজারে প্রায় তেরোরকম নকশার ১০ টাকার কয়েন রয়েছে। অনেক ক্ষেত্রেই দোকানদাররা কিছু ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করেন, কারণ তাঁরা ভাবেন সেগুলি নকল।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...