বেকিং সোডা শরীরের দুর্গন্ধ কমায়


পিবিএ ডেস্কঃ বেকিং সোডা একটি প্রাকৃতিক সুগন্ধি। এটি ঘাম শোষণে সহায়ক। এটি শরীরের দুর্গন্ধ কমাতে কাজ করে। বেকিং সোডার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি দুর্গন্ধ তৈরিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে উপকারী।

দেহের দুর্গন্ধ কমাতে বেকিং সোডার ব্যবহার জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

দেহের দুর্গন্ধ কমাতে বেকিং সোডার ব্যবহার

১. এক টেবিল চামচ পানির মধ্যে আট ভাগের এক চা চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণ এসেনসিয়াল অয়েল মেশান। এবার একটি তুলার বলের মধ্যে মিশ্রণটি মেখে যেসব অংশে দুর্গন্ধ হয়, সেসব অংশে মাখুন।

২. দুর্গন্ধ দূর করতে আরেকটি পদ্ধতিও মেনে চলতে পারেন। এ ক্ষেত্রে সমপরিমাণ বেকিং সোডা ও কর্ন একত্রে মেশান। এ গুঁড়া দেহের যে অংশে ঘাম হয়, সেখানে লাগান। এতে ঘাম ও দুর্গন্ধ প্রতিরোধ হবে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...