ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদের দুই গ্রুপের মারামারি

পিবিএ,ঢাকা: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের ছাত্রদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২২ ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে ১৭ ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


শুক্রবার বেলা পৌনে ৩ টার দিকে ঢামেক ফজলে রাব্বি হলের খেলার মাঠে এই মারামারির ঘটনা ঘটে।

আহতরা হলো, মামুন, অক্সিন, ফাহিম, অর্পণ, সৌরভ, কেষ্ট, আক্কাস, শাহরিয়ার, নিশাত (২) প্রান্ত, নেয়ামুল, সাইফুল, নিশাত, প্রকৃচি, তানজিল, তন্ময়, সুমন, রোমান, রউফ, ইসমাইল, হাসিব।

আহতরা পিবিএকে জানান, হলের মাঠে কে-৭৬ ব্যাচের ১ম বর্ষের ছাত্রদের মধ্যে দুই গ্রুপ করে ক্রিকেট খেলা রাখে। আজকে এক গ্রুপ সব পস্তুতি নিয়ে মাঠে গেলে আরেক গ্রুপ মাঠে আসেনা। তারা ফুটবল নিয়ে মাঠে যায়। এরপর বাকবিত-ায় জরায়। পরে তাদের সিনিয়র ছাত্ররা এসেও বাকবিতন্ডায় জরায়। এরপর মারামারি ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সরকারি ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, এই পর্যন্ত ২২ জন ছাত্র হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

পিবিএ/হায়দার/হক

আরও পড়ুন...