পিবিএ ডেস্কঃ সাতক্ষীরার দেবহাটায় সাপের কামড়ে কৃষ্ণা রাণী ঘোষ নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
কৃষ্ণা রাণী ঘোষ উপজেলার টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও শিবনগর গ্রামের জয়দেব ঘোষের কন্যা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিনগত রাতে বাড়ীতে ঘুমিয়ে ছিল স্কুলছাত্রী কৃষ্ণারাণী ঘোষ। রাত ১টার দিকে তাকে বিষক্ত একটি সাপে কামড়ালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার মা-বাবা ঘুম থেকে উঠে তাকে নিয়ে এলাকার বিভিন্ন কবিরাজ দিয়ে চিকিৎসা করান। তাতে কাজ না হলে সকাল ৮টার দিকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসার সময় মৃত্যুর কোলে ঢোলে পড়েন স্কুলছাত্রী কৃষ্ণারাণী ঘোষ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পিবিএ/ইকে