রাজধানীতে বাস চাপায় পুলিশের এএসআই নিহত

পিবিএ,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় বেপরোয়া বাসের চাপায় খয়রুল আলম (৩০) নামের পুলিশের সহকারী উপ পরিদর্শক নিহত হয়েছে। তিনি ডেমরা ট্রাফিক জোনে কর্মরত ছিলেন। শুক্রবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ২ টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ দোগাতী গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট ইবনে ফিরোজ জানান, রাতে যাত্রাবাড়ী থানার সামনের চৌরাস্তায় ডিউটিরত ছিলেন খয়রুল। এসময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, স্থানীয়দের কাছে শুনেছি ভৈরবের একটি বাস তাকে ধাক্কা দিয়েছে। নিহতের চাচাতো ভাই মোঃ হাবিবুর রহমান জানান, খয়রুল রাজারবাগ পুলিশ লাইনের পাশেই একটি বাসায় ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী কবিতা আক্তারকে সঙ্গে নিয়ে ভাড়া থাকতেন। ২০০১ সালে তিনি চাকরীতে যোগ দেন। এরপর গত ২ বছর হয় সে পদন্নোতি পেয়ে এএসআই হন। এখন তিনি ডেমরা ট্রাফিক জোনে কর্তব্যরত ছিলেন। গত রাতেও দায়িত্বরত ছিলেন তিনি। ময়না তদন্ত শেষে তার লাশ প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে। পরে তার লাশ সেখান থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। লাশের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আবু কাউসার জানান, কোনো বেপরোয়া যানবাহনের চাপায় আহত হন খয়রুল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...