বিদায় জানালেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার আর্জেন রবেন

পিবিএ স্পোর্টস ডেস্ক: ফুটবলকে বিদায় জানালেন ফুটবল নিয়ে মাঠ মাতানো নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার আর্জেন রবেন। ৩৫ বছর বয়সে ক্যারিয়ারে ইতি টানলেন তিনি। জার্মানি জায়ান্ট বায়ার্ন মিউনিখে ১০ বছরের ক্যারিয়ার শেষ করে রবেন বলেন, কোনও সন্দেহ নেই ক্যারিয়ারে এটা আমার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমার হৃদয় বলছে ইয়েস, কিন্তু শরীর বলছে নো।

৯৬টি আন্তর্জাতিক ম্যাচে ৩৭টি গোল করেছে নেদারল্যান্ডসের এই কিংবদন্তি ফুটবলার। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০১০ বিশ্বকাপ নেদারল্যান্ডসকে ফাইনালে তুললে বড় ভূমিকা নিয়েছিলেন রবেন। পাশাপাশি ক্লাব ফুটবলেও দারুণ সফলে এই ডাচ ফুটবলার। জোসে মোরিনহোর কোচিংয়ে চেলসির হয়ে ২০০৫ ও ২০০৬ সালে প্রিমিয়র লিগ খেতাব জিতেছেন রবেন। রিয়েল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা।
তবে চেলসি ও রিয়েল মাদ্রিদে খেলেলেও ব্রায়ার্ন ফুটবলার হিসেবেই রবেনকে চেনে ফুটবলবিশ্ব। ৮ বার জিতেছেন বুন্দেশলিগা খেতাব। পাঁচবার জিতেছেন জার্মান কাপ। এছাড়া বায়ার্নের হয়েই ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রবেন। জার্মানির এই ক্লাবের হয়ে ৩০৯টি ম্যাচে ১৪৪টি গোল করেছেন ডাচ কিংবদন্তি।

এক বিবৃতিতে রবেন জানান, খেলার প্রতি আমার প্যাশন এখনও যা রয়েছে, তাতে আমি আরও কিছুদিন খেলতে পারতাম। কিন্তু বাস্তবটা হল আমার কোনও আশা নেই। আমি ১৬ বছরের তরুণ নয়।

গত মৌসুমে বুন্দেশলিগায় চোট-আঘাতে জেরবার ছিলেন রবেন। ২০১৭ সালের অক্টোবরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করে নেদারল্যান্ডসকে জিতিয়ে সরে দাঁড়ান রবেন।

তিনি আরও বলেন, দেশের হয়ে খেলার মতো ভালো জিনিস আর হয় না। শেষ পর্যন্ত ৯৬টি ম্যাচ খেলার পর গুডবাই জানিয়েছে। আমি ছ’টি টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম। গত বছর দলকে নেতৃত্বও দিই। সব মিলিয়ে এই স্মরণীয় সময়টাই আমার সম্পদ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...