মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে রুশ জঙ্গিবিমান

পিবিএ ডেস্ক: সীমান্তের আশপাশে গোয়েন্দা বিমান ওড়ানোতে যুক্তরাষ্ট্রকে কখনোই ছাড় দেয় না রাশিয়া। এবার কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে রুশ সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

জানা গেছে, রাশিয়ার আকাশসীমার কাছে চলে আসা মার্কিন গোয়েন্দা বিমান পি-৮এ পোসেডিয়নকে তাড়া করে হটিয়ে দেওয়া হয়। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন গোয়েন্দা বিমানটি কৃষ্ণসাগরে আন্তর্জাতিক পানিসীমার আকাশে ছিল এবং এটির গতিরোধ করে রুশ জঙ্গিবিমানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্র কিছু ছবি ও ভিডিও চিত্র প্রকাশ করেছে। উল্লেখ্য, রাশিয়ার সীমান্তের আশপাশে গোয়েন্দা বিমান ওড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে বহু আগেই সতর্ক করে দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানায়, দেশটির বিমান বাহিনী যেকোনো মূল্যে সেদেশের আকাশসীমা রক্ষা করবে। সূত্র : পার্সটুডে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...