পিবিএ ডেস্ক : টালিউডের প্রথম সারির মিমি চক্রবর্তী নায়িকা বেড়াতে খুবই ভালবাসেন। আর বেড়াতে গিয়ে ফটোশুট করে এই শীতে উষ্ণতা ছড়িয়েছেন তিনি। বিকিনিসহ বেশ কিছু পোষাকে ফটোশুট করেছেন তিনি। মিমি একটি রিসোর্টে একান্তে সময় কাটানোর ছবিও পোস্ট করেছেন। সেই রিসোর্ট সাজগোজ দেখে বোঝা যাচ্ছিল সময়টা বড়দিন ছিল। সেই ছবি দেখে অনেকেই বলছেন শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী।
ছবিগলোতে অ্যাকোয়া সুবজ রঙের বিকিনি পরা ছবি পোস্ট করেন অভিনেত্রী, যে ছবি দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করলেও মিমিকে সানি লিয়নের সঙ্গে তুলনা করে আপত্তিকর মন্তব্যও করেছেন কেউ কেউ। মিমি কালো ট্যাঙ্ক টপ পরা একটি ছবি পোস্ট করেছেন। তাতে পাশ থেকে এক চিলতে সমুদ্র উঁকি মারছে। মিমিকে দেখা গিয়েছে একটি বৌদ্ধ মঠের সামনে। মিমি হটপ্যান্ট ও গোলাপি-সাদা শর্ট ক্রপ টপে সমুদ্রতটের পাশেই অপর একটি ছবি পোস্ট করে ক্যাপসনে লিখেছেন, ‘আমাকে আবার খুঁজে নাও।’ সমুদ্রের ঢেউয়ের পাশেই বালিতে হেঁটে বেড়ানোর ছবিও রয়েছে তার।
অপর একটি ছবিতে মিমি কালো হট প্যান্টের সঙ্গে বেছে নিয়েছেন কালো ক্রপ টপ। ছবির ক্যাপশন, ‘স্ট্রং ইজ বিউটিফুল’। এই ছবিটি পোস্ট করেছেন মিমি ভোরবেলায়। আর গৌতম বুদ্ধের একটি বাণী লিখেছেন, ছবির সঙ্গে ক্যাপশনে। সেখানে লেখা, ‘প্রতিটি সকালেই নতুন জন্ম হয় আমাদের।’ এরপর সারি সারি নারকেল গাছের মাঝে মিমি একটি ছবি পোস্ট করেছেন, একটি ফ্রক পরে ‘নো মেক আপ’ লুকসে অভিনেত্রী। আর এই ছবি দেখেই টলিউডের বেশ কয়েক জন জানিয়েছেন, গোয়া বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। মিমির প্রিয় রং হলুদ, তাই বেড়াতে গিয়ে হলুদ পোশাক পরে একটাও ছবি তুলবেন না, তা কি হয়? লিখেছেন, সূর্যের আলো যেমন ফুলের প্রয়োজন, মানুষের কাছে তেমনটাই হল মুখের হাসি। একান্তে স্নান সেরে এসে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই অপর একজন বলেছেন, গোয়ার কেনিলওয়ার্থ স্পা রিসোর্ট বা ফোর্ট আগুয়াডায় ছিলেন অভিনেত্রী। যদিও মিমি এ নিয়ে কিছু জানাননি এখনও। একটি ছবিতে অভিনেত্রীর কানে ফোন, আর নিজেই ক্যাপশনে লিখেছেন ‘হ্যালো’ ! এবার তবে বাড়ি ফেরার পালা। মিমি একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ম্যায় অউর মেরি তানহাই’, তাহলে কি একাই বেড়াতে গিয়েছেন অভিনেত্রী? উত্তরটা অজানাই থেকে গেল।
পিবিএ/জিজি