সাভারে ট্রাকচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

প্রতীকি ছবি

পিবিএ , সাভার : সাভারের আশুলিয়ায় সড়ক পাড়াপাড়ের সময় নয়ন শেখ (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মী ট্রাকচাপায় নিহত হয়েছে । এঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (০৬ জুলাই) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের টঙ্গাবাড়িতে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ (২৮) পঞ্চগড় সদর থানার পাহাড়বাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। সে সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় থেকে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতো।

পুলিশ জানায় ,সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে পরিচ্ছন্নতার কাজের উদ্দেশ্যে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আসেন নয়ন। কাজ শেষে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের টঙ্গাবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, ঘাতক ট্রাক ও চালকে আটকের চেষ্টা করা হচ্ছে ।পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

এঘটনায় আশুলিয়ায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...