পাকশী লালনশাহ সেতু টোল প্লাজার সাইনবোর্ডটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা এমন দুরাবস্থায় যে কারো চোখে পড়লেও কর্তৃপক্ষের চোখে পড়ে না। টোল প্লাজায় লেখা অক্ষরগুলো ভেঙে খসে পড়েছে, তাতে রাতের বেলায় আলো জ্বলে না। অথচ প্রতিদিন লাখ লাখ টাকার টোল আদায় করে এই সেতু কর্তৃপক্ষ। শনিবার, ০৬ জুলাই। ছবি: পিবিএ/ মোঃ তুহিন হোসেন

আরও পড়ুন...