পিব্কিএ,লিয়াকৈর,গাজীপুর:গাজীপুরের কালিয়াকৈর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মৌচাক স্কাউটস সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি কালিয়াকৈর উপজেলায় সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র দেশবাসীর উদ্দেশ্যে গনমাধ্যমে তোলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব রানার সভাপতিত্বে সাধারন সম্পাদক মাহাবুব হাসান মেহেদীর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন কালিয়াকৈর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সহ-সভাপতি মোঃ ইমারত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক আলহাজ্ব শোয়াইব হোসেন মৃধা, দপ্তর সম্পাদক মো. আলহাজ হোসেন , তথ্য ও গবেষনা সম্পাদক সাগর আহম্মেদ, সমাজ কল্যান সম্পাদক সেলিম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন মোল্লা, ক্রীড়া সম্পাদক শাহআলম সিকদার, পাঠাগার সম্পাদক মো. আফসার খাঁন বিপুল প্রমুখ।
পিবিএ/রাব্বি/হক