পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশায় অবস্থিত মা সার্জিক্যাল ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনার পর অব্যবস্থাপনায় ক্লিনিক পরিচালনার অভিযোগে শনিবার(৬জুলাই) লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মুকুল কুমার মৈত্র ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ক্লিনিক মালিক শেখ জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করে অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছেন। এ সময় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল আফিসার মোহাইমেন জিসান উপস্থিত ছিলেন
গত শুক্রবার(৫জুলাই) বিকালে প্রসূতি মৃত্যুর ঘটনার পর ক্লিনিক মালিক জাহাঙ্গীর রাতেই রোগীর স্বজনদের সাথে যোগাযোগ করে দুই লক্ষ টাকার মাধ্যমে ম্যানেজ করেছে বলে জানা গেছে। ডাক্তারের ভুল চিকিৎসার বলি বিলকিস বেগমের (২৫) স্বামীসহ স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শনিবার সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের করগাতি গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়েছে। বিলকিসের স্বামী কামাল হোসেন চেকের বিনিময়ে সৃষ্ট ঘটনার মিমাংশ করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উল্লেখ, উপজেলার করগাতী গ্রামের কামাল হোসেন তার স্ত্রী প্রসুতি বিলকিস বেগমেকে (২৫) শুক্রবার সকালে সিজার করার জন্য লক্ষীপাশার মা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি হয়। জাহাঙ্গীরের সাথে সিজার বাবদ সাড়ে ১০ হাজার টাকা চুক্তির পর বিকালে ডাক্তার তাজরুল ইসলাম কোন অ্যানেসথেসিয়া ডাক্তার ছাড়াই অদক্ষ নার্সকে সাথে নিয়ে অপারেশন থিয়েটারে সিজারের কাজ শুরু করে। প্রসূতির শরীরে ইনজেকশন পুশ করার পর অস্ত্রপাচার শুরু করলে অপারেশন থিয়েটারেই প্রসূতির মৃত্যু ঘটে। অবস্থা বেগতিক দেখে ক্লিনিকের মালিক জাহাঙ্গীর একটি এ্যম্বুলেন্স যোগে রোগীকে নড়াইল সদর হাসপাতালে পাঠিয়ে দিয়ে ক্লিনিক তালা মেরে পালিয়ে যায়। রোগীকে নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রসূতিকে মৃত বলে ঘোষণা করেন।
পিবিএ/ইকে