রাজারহাটে চাঁদাবাজীর অভিযোগে আটক ১

পিবিএ, রাজারহাট,কুড়িগ্রাম: ৬জুলাই শনিবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ চাঁদাবাজীর অভিযোগে এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, রাজারহাট বাজারের টিআর মটরস্ শো রুমের মালিক ওয়াহেদুজ্জামান বাদশা মিয়ার কাছ থেকে চাঁদা দাবী করায় সম্প্রতি ওই মালিক রাজারহাট থানায় চাঁদাবাজী মামলা দায়ের করে। এরই অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ৫জুলাই শুক্রবার রাতে রাজারহাট থানার পুলিশ বিদ্যানন্দ ইউনিয়নের শুকদেব বসুনিয়া পাড়া থেকে বাবু মিয়া(৪০) নামের এক যুবককে আটক করে। শনিবার পুলিশ আটককৃতকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে। আটক বাবু মিয়া শুকদেব গ্রামের নুরইসলামের পুত্র বলে জানা গেছে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেছেন।

পিবিএ,প্রহলাদ মন্ডল সৈকত/ইকে

আরও পড়ুন...