পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ-আমানত বিমান বন্দর এলাকা থেকে ৩০টি (৩০০ভরি) স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। শনিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা এই বিশেষ অভিযান চালায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ছয় চল্লিশ লক্ষ ষোল হাজার টাকা।
বাংলাদেশ কোস্ট গার্ড (পূর্ব জোন) সহকারী পরিচালক গোয়েন্দা) লেঃ কমান্ডার এম হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার সময় কোস্টগার্ড (পূর্বজোন) বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানের সন্দেহভাজন এক ব্যাক্তিকে তল্লাশির উদ্দেশ্যে থামতে বলা হলে ঐ ব্যক্তি একটি কালো পলিথিনের মোড়ানো প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে আমাদের সদস্যরা কালো মোড়ানো প্যাকেট উদ্ধার করে তার ভীতরে উল্লেখিত স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি জানান, বিমানে আসা কোন যাত্রী এসব স্বর্ণ নিয়ে আসে। তারা বিমান বন্দর থেকে বের করে এসব স্বর্ণ নিয়ে যাচ্ছিল। কোস্টগার্ড দেখে তা ফেলে পালিয়ে যায়। অভিযানে কোন অপরাধীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।
পিবিএ/মুছা/হক