মানসিক স্বাস্থ্যের ইস্যুতে তোপের মুখে ‘বার্ড বক্স’

পিবিএ ডেস্ক : মানসিক স্বাস্থ্যের ইস্যুতে তোপের মুখে পড়েছে নেটফ্লিক্সের ‘বার্ড বক্স’ ছবিটি। ছবিটি অনলাইনে এ পর্যন্ত প্রায় ৪৫ মিলিয়ন বার দেখা হয়েছে। ছবিটির একটি দৃশ্যে দেখা যায় প্রেতাত্নার হাত থেকে বাঁচতে হলিউড অভিনেত্রী সান্ড্রা বুলক তার দুই মেয়েকে নিয়ে নৌকাযোগে পালাচ্ছেন। এ সময় তাদের সবার চোখ বাঁধা। দৃশ্যটি দর্শদের আত্নহত্যায় প্ররোচিত করতে পারে বলেই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত। এছাড়াও ছবিটির বেশিরভাগ দৃশ্যেই দেখা যায় প্রেতাত্নার মুখোমুখি হতেই সবাই আত্নহত্যার পথ বেছে নেয়। এটাও এক ধরনের মানসিক অসুস্থতারই বহিঃপ্রকাশ। এই ছবিটি দেখলে অশুভ শক্তির বিপক্ষে লড়াইয়ের মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে শতভাগ।

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার প্রভাষক ড. শাহিনা আলি এই অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘বার্ড বক্স আসলেই মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এটা উদ্বেগের কারণও বটে। এই ছবি দেখে মিানুষ আত্নঘাতী হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ দিন ধরে হাসপাতালের বিছানায় পড়ে আছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, হলিউডে মানসিক স্বাস্থ্য বিষয়ে নজর না দেওয়াটা বহুদিনের সংস্কৃতি। মানসিক স্বাস্থ্যকে খাটো করে দেখার উপায় নেই।’

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...