পিবিএ ,নীলফামারী: নীলফামারীর জলঢাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকলে আরোহী এক এনজিও কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছে। শনিবার বিকাল চারটার দিকে উপজেলার রাজারহাট হাফিজিয়া মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত মোজাফ্ফর আলী (৩৫) ডোমার উপজেলা চিকনমাটি সবুজপাড়া গ্রামের মফেল উদ্দীনের ছেলে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা স্বনির্ভও বাংলাদেশের মাঠ কর্মী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানানয়, মোজাফ্ফর আলী তাঁর স্ত্রী রুবী বেগমকে সাথে নিয়ে নিজ মোটরসাইকেল যোগে জলঢাকা থেকে নীলফামারী শহরের যাচ্ছিলন। পথেই রাজারহাট হাফিজিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি সুটকী বোঝাই পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মোজাফ্ফর আলী নিহত হন। এবং তাঁর স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বেঁচে যান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,‘ চালক পালিয়ে গেলেও ঘাতক পিকআপ টি আটক করে থানায় নেয়া হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পিবিএ/জাকির/হক