দেশের প্রায় সব জায়গায় এবার সোনালী আঁশ বলে পাটের ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানো শুরু হয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সময়মতো পাট কেটে তা নদীর বিভিন্ন জায়গায় জাগ দিতে পারছেন কৃষকরা। সেই সঙ্গে বিভিন্ন এলাকার জলাশয়ে জাগ দেওয়া পাট ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ছবিটি জামালপুর জেলার মেলান্দহের বাগবাড়ী নদী থেকে তোলা। রোববার, ০৭ জুলাই। ছবি:পিবিএ/সাকিবুল ফারাবি

আরও পড়ুন...