৬০ লক্ষ ডলারে বিক্রি হলো তুতেনখামেন’র মূর্তি

পিবিএ ডেস্ক: মাত্র নয় বছর বয়সে মিসরের সিংহাসনে বসেন তুতেনখামেন। খুবই অল্প দিনের রাজত্ব শেষে মারা যান তিনি। নিয়মানুযায়ী, তার নামাঙ্কিত পিরামিড তৈরি করে তাকে সমাধিস্থ করা হয়।

এদিকে, মিসর সরকারের দাবি, প্রায় পঞ্চাশ বছর আগে চুরি হয়ে গিয়েছিল তুতেনখামেন’র মূর্তিটি। ‘বালক রাজা’ তুতেনখামেনের প্রায় তিন হাজার বছরের প্রাচীন সেই মূর্তিই গত বৃহস্পতিবার ৬০ লক্ষ ডলারে বিক্রি হয়ে গেল লন্ডনের নিলামে। আর এ কারণে বিতর্কে জড়ালো নিলাম সংস্থা ক্রিস্টিজ।

তুতেনখামেনের শুধু মাথার অংশের ওই ১১ ইঞ্চির ‘চোরাই’ মূর্তিটির বিক্রি ঠেকাতে জুন মাস থেকে নিলাম সংস্থা ও ব্রিটিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়ে আসছিল লন্ডনে নিযুক্ত মিসরীয় দূতাবাস। নিলাম স্থগিত রাখতে বুধবারই যৌথ বিবৃতি দিয়েছিল মিসর সরকার। তাদের দাবি ছিল, ক্রিস্টিজ যেহেতু এই মূর্তির মালিকানা নিশ্চিত করতে পারেনি, তাই এর নিলামও অবৈধ। ক্রিস্টিজ’র পাল্টা দাবি, মিসরের এই অভিযোগ ভিত্তিহীন। বছরের পর বছর ধরে মূর্তিটি যখন প্রদর্শনের জন্য জনসমক্ষে রাখা হয়েছিল, মিসর তখন কেন আপত্তি তোলেনি— সে প্রশ্নও রেখেছে নিলাম সংস্থাটি। আনন্দবাজার।

পিবিএ/বাখ

আরও পড়ুন...